ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

উপকূলীয় এলাকার ৪৩টি ইউনিয়নে কোস্টগার্ড মোতায়েন

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩

উপকূলীয় এলাকার ৪৩টি ইউনিয়নে কোস্টগার্ড মোতায়েন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকার ৪৩টি ইউনিয়নে মোতায়েন হলো কোস্টগার্ড। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দায়িত্ব প্রাপ্ত কোস্টগার্ড সদস্যরা নেমে পড়েছেন দায়িত্বপ্রাপ্ত এলাকায়। বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমার্ন্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে কোস্টগার্ড সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়াসহ সকল নির্দেশনা দেওয়া হয়েছে সদর দফতর থেকে।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি- শৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে উপকূলীয় ৪৩টি ইউনিয়নে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। 

মোংলা পশুর নদী সংলগ্ন বানীশান্তা,দাকোব, বাজুয়া, লাউডোব এবং খুলনার তিলডাঙ্গা,পানখালী, কৈলাশগঞ্জ, সুতারখারী, কামারখালী ও কয়রার দক্ষিণ বেতকাশীসহ মোট ৪৩টি ইউনিয়নে দায়িত্ব পালন করবে দায়িত্বপ্রাপ্ত কোস্টগার্ড সদস্যরা।