ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, অক্টোবর ৬, ২০২৪ |

EN

মিরপুরে ঢাবি শিক্ষার্থীদের বহনকারী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩

মিরপুরে ঢাবি শিক্ষার্থীদের বহনকারী বাসে আগুন
বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন সন্ধ্যায় মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাসুক মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মাসুক মিয়া বলেন, মিরপুর-১০ নম্বর এলাকা থেকে পল্লবী যাওয়ার পথে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের দ্বিতীয় তলার দুটি আসন পুড়ে গেছে। এতে কেউ হতাহত হননি। বাসের আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এর আগে আজ দুপুরে ঢাকার গুলিস্তানে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

এদিকে আজ বিকালে সাড়ে ৪ টায় এক জুম সংবাদ সম্মেলনে আগামী ৮ ও ৯ নভেম্বর দেশ জুড়ে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।