ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

শেয়ারবাজারে কমেছে লেনদেন

অর্থ ও বানিজ্য ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩

শেয়ারবাজারে কমেছে লেনদেন
শেয়ারবাজারে কমেছে লেনদেন। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ১৫০ কোটি টাকা কম। তবে এদিন বাজারে ব্যাপক আলোচিত ছিল ফার কেমিক্যাল। প্রতিষ্ঠানটি তাদের একই গ্রুপের প্রতিষ্ঠান এসএফ টেক্সটাইলকে অধিগ্রহণ করেছে। ফলে দাম বেড়ে তিনগুণ হয়েছে। আগের প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ১০ টাকা। কিন্তু বুধবার তা ৩১ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই দাম বৃদ্ধি অস্বাভাবিক। 

বুধবার বাজার বিশ্লেষণে দেখা গেছে-ডিএসইতে ৩০৯টি কোম্পানির ৫ কোটি ৮৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩৭২ কোটি ২৭ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৫০টি কোম্পানির শেয়ারের, কমেছে ৯২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের দাম। 

ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৩ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৩ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৩৬০ পয়েন্টে নেমে এসেছে। 

ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৭ লাখ ৮৪ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। 

একই গ্রুপের প্রতিষ্ঠান এসএফ টেক্সটাইলকে অধিগ্রহণ করেছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এরপর বুধবার বাজারে ছিল কোম্পানির প্রথম লেনদেন। এদিন কোম্পানির শেয়ারের দাম ১০ থেকে ৩১ টাকা ৩০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। এদিন দর বাড়ার শীর্ষে ছিল ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। বুধবার শেয়ারটির দর ২০ টাকা ৭০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। 

তবে সংশ্লিষ্টরা বলছেন এই দাম বৃদ্ধি অস্বাভাবিক। কারণ একটি কোম্পানি অধিগ্রহণ করায় আয়ে আপাতত প্রভাব পড়ার সম্ভাবনা কম। 

শীর্ষ দশ কোম্পানি :
বুধবার ডিএসইতে-সী পার্ল বিচ, মনোস্পুল পেপার, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং ফুড, এমারেল্ড অয়েল, বিচ হ্যাচারি, জেমিনী সি ফুড, শমরিতা হসপিটাল, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ ও লিব্রা ইনফিউশন প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন বেশি হয়েছে। এদিন ডিএসইতে ফার কেমিক্যাল, বিচ হ্যাচারি, মনোস্পুল পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, এডিএন টেলিকম, আনলিমা ইয়ার্ন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে। অন্যদিকে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, দেশবন্ধু পলিমার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, অ্যাম্বী ফার্মা, সমতা লেদার, খান ব্রাদার্স পিপি, মিডল্যান্ড ব্যাংক, লিব্রা ইনফিউশন, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে।