ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

পিরোজপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: বুধবার, নভেম্বর ১, ২০২৩

পিরোজপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত
পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় মো. জলিল হাওলাদার (৫৬) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের মোল্লাবাড়ির মসজিদ সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জলিল হাওলাদার মঠবাড়িয়া উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বয়রাতলা এলাকার মৃত ইসমাইল হোসেন হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ছিলেন।

নিহতের ছেলে মো. সাকিব হোসেন জানান, তিনি ওই দিন খুব ভোরে ভাড়ায় মাছ আনতে বাগেরহাট যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সকালে সাড়ে ৮টার দিকে তার দূর্ঘটনায় মৃত্যুর খবর পাই। বাবা স্থানীয় বিভিন্ন মাছ ব্যবসায়ির মাছ আনার জন্য ভাড়ায় যেতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জলিল হাওলাদার ওই দিন সকালে মঠবাড়িয়া থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের ইকরি ইউনিয়নের মোল্লাবাড়ির মসজিদ সংলগ্ন এলাকার রাস্তার উপর রাখা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।