ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

মাটিরাঙ্গার বিভিন্ন পূজামন্ডপে সেনাবাহিনীর আর্থিক অনুদান বিতরণ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩

মাটিরাঙ্গার বিভিন্ন পূজামন্ডপে সেনাবাহিনীর আর্থিক অনুদান বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনপূর্বক আর্থিক অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন।

সোমবার (২৩অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গার কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনকালে আর্থিক অনুদান তুলে দেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন। 

একইসাথে , মাটিরাঙ্গ জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বিভিন্ন পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। 

গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন,  সম্প্রীতি রক্ষার্থে পার্বত্য খাগড়াছড়িতে ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময়, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. সামছুল হক,পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রজলাল দে সহ অনেকে উপস্থিত ছিলেন।