ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

‘আই অ্যাম ব্যাক, আই ডোন্ট কেয়ার অ্যানিওয়ান’

নারায়ণগঞ্জ প্রতিনিধি | আপডেট: রবিবার, অক্টোবর ২২, ২০২৩

‘আই অ্যাম ব্যাক, আই ডোন্ট কেয়ার অ্যানিওয়ান’
নিজ এলাকা রুপগঞ্জে ফিরেই রীতিমতো হুংকার দিয়েছেন দেশের অনলাইন ক্যাসিনোর ডন হিসেবে খ্যাত সেই সেলিম মিয়া ওরফে সেলিম প্রধান। শনিবার রুপগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে দেখা মিলে 'ক্যাসিনো গুরু, থাই ডন' নামে পরিচিত বিতর্কিত এই ব্যবসায়ীর। 

সেখানেই গণমাধ্যমের সামনে নিজেকে উপস্থাপন করতে ‘আই অ্যাম ব্যাক, আই ডোন্ট কেয়ার অ্যানিওয়ান’-এমন ইংরেজি ঝেড়েছেন তিনি। 

বলেছেন, ‘আমার বাকি জীবন রুপগঞ্জেই সময় দেব। আমার গ্যারান্টি, আমি রুপগঞ্জকে পরিবর্তন করে ছাড়ব’। 

তবে হঠাৎ করেই রুপগঞ্জে এই ক্যাসিনো সম্রাটের ফিরে আসার ঘটনাকে অশনিসংকেত বলে মনে করছেন এলাকার লোকজন। তারা বলছেন, দেশে বিদেশে অনলাইন জুয়া (ক্যাসিনো), স্পা ব্যবসা, সীমান্তের পশুর খাটালে চাঁদাবাজি, চোরাচালানসহ নানা অপকর্মের হোতা এই সেলিম প্রধান। 

এলাকাবাসী জানান, নির্বাচনের আগে তার মত লোক রুপগঞ্জে স্থায়ীভাবে বসবাসের সংবাদ মোটেও শুভ লক্ষন নয়। চলতি বছরের ৩০ এপ্রিল ৫৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুদুকের একটি মামলায় ৮ বছরের সাজা হয়েছে তার। আদালতে চলছে আরো ৩ মামলা।

এদিকে সেলিম প্রধান শনিবার একটি পূজা মন্ডপে দাঁড়িয়ে গণমাধ্যমের সামনে বলেছেন, ‘৪ বছর ১ দিন জেলে ছিলাম। ঠিক কত বছর পর রুপগঞ্জে ফিরলাম তা বলতে পারব না।  আমার এলাকায় অনেক খারাপ কাজ হয়, ভাল কাজও হয়। এবার আমি বাকি জীবন রূপগঞ্জেই সময় দেব। এলাকাকে পরিবর্তন করে ছাড়ব। এটা আমার গ্যারান্টি। আমি রূপগঞ্জকে পরিবর্তন করেই ছাড়ব। 

আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব-১। এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা, বিপুল বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। একইসঙ্গে উদ্ধার করা হয় হরিণের চামড়া। ওই দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দিয়ে সেলিম প্রধানকে কারাগারে পাঠান ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, সেলিম প্রধান ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘প্রধান গ্রুপ’-এর কর্ণধার। তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেড, পি২৪ ল ফার্ম, এইউ এন্টারটেইনমেন্ট, পি২৪ গেমিং, প্রধান হাউস ও প্রধান ম্যাগাজিন। এর মধ্যে পি২৪ গেমিংয়ের মাধ্যমে তিনি জুয়াড়িদের ক্যাসিনোয় যুক্ত করতেন। 

সেলিম প্রধানের ব্যাংককের পাতায়ায় বিলাসবহুল হোটেল, ডিসকো বারসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, শুধু অনলাইন ক্যাসিনো পরিচালনাই নয়, সেলিম প্রধান রাজশাহীসহ সীমান্ত এলাকায় ভারতীয় গবাদিপশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটের হোতা। এমনকি শোনা যায়, সীমান্তে জাল টাকার মূল সিন্ডিকেটের নিয়ন্ত্রণও তার হাতে ছিল।