ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

বিড়ালের জোড়া নাক

সোস্যাল মিডিয়া | আপডেট: শনিবার, অক্টোবর ২১, ২০২৩

বিড়ালের জোড়া নাক
চেহারার জন্য সম্প্রতি শিরোনাম হয়েছে ইংল্যান্ডের একটি বিড়াল। কারণ বিড়ালটির রয়েছে দুটি নাক। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের চেশায়ারের ক্যাটস প্রটেকশনস ওয়ারিংটন অ্যাডপশন সেন্টারে রাখা হয়েছে বিড়ালটিকে।

সেন্টারের কর্মীরা এটির নাম দিয়েছেন ন্যানি ম্যাকফি। বড় নাকের কারণে পরীক্ষার জন্য এটিকে পশু চিকিৎসকদের কাছে নিয়ে যান কর্মীরা। পরীক্ষা করে দেখা যায়, বিড়ালটির বয়স দুই বছর। আর বড় একটি না, দুটি নাক তার। দুই নাক হলেও বিড়ালের জন্য এটি কোনো সমস্যা তৈরি করছে না। এ ধরনের বিষয়গুলোকে জন্মগত ত্রুটি হিসাবে ধরা হয়।