ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

রাজারবাগ পীরের সম্পদ অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, নভেম্বর ১৭, ২০২১

রাজারবাগ পীরের সম্পদ অনুসন্ধানে দুদক

অনুসন্ধান দলের সদস্যরা হলেন- দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক সাইফুল ইসলাম উপ-সহকারী পরিচালক আলতাফ হোসেন। তারা কথিত পীর দিল্লুর রহমানের সমস্ত অবৈধ সম্পদ খতিয়ে দেখবেন বলে জানিয়েছে দুদক সূত্র।

 

দিল্লুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ধর্মের নামে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজের আখের গুছিয়ে নিচ্ছেন। এর মাধ্যমে নানা অনিয়মের আশ্রয় নিয়ে সারা দেশে হাজার একর জমি কিনেছেন। রাবার বাগানসহ অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন দিল্লুর।

 

এসব ক্ষেত্রে বিস্তর অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে সেগুলো যাচাই-বাছাই করে দুদক। পরে অভিযোগের সত্যতা পাওয়া বিস্তারিত তথ্য সংগ্রহে অনুসন্ধানে নামার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। রাজধানীর নম্বর আউটার সার্কুলার রোডে আলোচিত-সমালোচিত এই রাজারবাগের দরবার শরিফ অবস্থিত।