ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

আমি বঙ্গবন্ধুর কাছে যাচ্ছি

শিল্প ও সাহিত্য ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ২৮, ২০২৩

আমি বঙ্গবন্ধুর কাছে যাচ্ছি
আমি বঙ্গবন্ধুর কাছে যাচ্ছি 

কবি= তানিয়া সুলতানা হ্যাপি

আমি আমার পিতার মুখে প্রথম বঙ্গবন্ধুর নাম শুনেছি,
আমি বঙ্গবন্ধুকে জেনেছি দৈনিক পত্রিকার পাতা থেকে,
আমি বঙ্গবন্ধুকে চিনেছি ছড়া পাঠের আসর থেকে
আমি বঙ্গবন্ধুর অনেক গল্প শুনেছি রেডিও, টেলিভিশনে
আমি বঙ্গবন্ধুকে চিনেছি তাঁর কন্যাদ্বয়ের অশ্রুসিক্ত নয়নে ।
আমি বঙ্গবন্ধুকে চিনেছি গল্প কবিতায় আর গানে গানে,
আমি বঙ্গবন্ধুকে চিনেছি শিল্পীর তুলিতে আঁকা ছবিতে,
আমি বই পড়ে পড়ে আরো ধীরে ধীরে বঙ্গবন্ধুকে চিনেছি,
আমি বঙ্গবন্ধুকে আরো চিনেছি তপ্ত রাজপথে দৃপ্ত শপথে
মধুর কেন্টিন, অপরাজেয় বাংলা, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে
স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে মুখরিত হাজারো কন্ঠে। 
 
আমি আজ প্রথমবারের মতো বঙ্গবন্ধুর কাছে যাচ্ছি, 
আমি প্রমত্ত পদ্মা ডিঙ্গিয়ে আমার বঙ্গবন্ধুর কাছে যাচ্ছি। 
আমি হাজারো বাঁধা ডিঙ্গিয়ে বঙ্গবন্ধুর কাছে ছুটে যাচ্ছি।
আমি আমার স্বপ্নের সিঁড়ি ছুঁতে বঙ্গবন্ধুর কাছে যাচ্ছি। 
আমি বঙ্গবন্ধুর কাছে যাচ্ছি তাঁকে দেখতে নয়, বুঝতে। 

আমি যাচ্ছি আমার একান্ত প্রশান্তির খোঁজে, 
আমি যাচ্ছি আমার আত্ম পরিচয়ের খোঁজে।
আমি যাচ্ছি আমার কিছু প্রশ্নের খোঁজে?
কেন এতো মানুষ তোমার নাম জপে,
তোমার পরিচয় পেতে হয়  মরিয়া,
তোমার নামে রাখে জীবন বাজি!
তোমার প্রেমে ছাড়ে ঘরবাড়ি,
কেনই বা হয় যোগী-সন্যাসী,
 হে পিতা?