ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে নীলনকশা করছে: নূর-ই-আলম চৌধুরী

মাদারীপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, নভেম্বর ১৪, ২০২১

বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে নীলনকশা করছে: নূর-ই-আলম চৌধুরী

বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে নীল নকশা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে শিবচরে একটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

চিফ হুইপ বলেন, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন এবং প্রশাসনের যেমন দায়িত্ব আছে তেমন রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। যদি সব দল নির্বাচনে অংশ নেয় তবে অবশ্যই নির্বাচন সুষ্ঠ এবং প্রতিযোগিতাপূর্ন হবে। বিএনপি নির্বাচন সিস্টেমটা নষ্ট করতে চাচ্ছে। এইজন্যই তারা বারবার নির্বাচন বয়কট করছে।'

 

তিনি আরো বলেন, আমরা একবার কেয়ারটেকার সরকারের সময় নির্বাচনে অংশ নিয়েছিলাম। বিএনপির কারনেই কেয়ারটেকার ব্যবস্থা সমালোচিত হয়েছিল।'

 

এদিন চিফ হুইপ উপজেলার কাদিরপুর আমেনিয়া আমজাদিয়া সিনিয়র মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর,দ্বিতীয়াখন্ড বড়দোয়ালি শিকদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা ভবন উদ্বোধন, পৌরসভার নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা ভবন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা ভবন উদ্বোধন করেন।

 

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।