ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

পিরোজপুরে ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩

পিরোজপুরে ফ্যাক্ট চেকিং বিষয়ে  কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) শহরের পুরাতন জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিভার্সিটি ক্লাব মিলনায়তনে সিসিডি বাংলাদেশের আয়োজনে এবং ইন্টার নিউজের সহযোগিতায় দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এ কর্মশালায় স্থানীয়, জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলের ১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশ নেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আবির হাসান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল যুবাইর, দৈনিক পিরোজপুরের কথার স্টাফ রিপোর্টাস নিয়াজ মোর্শেদ, একাত্তর টেলিভিশনের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম,  বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মো. মহিবুল্লাহ, বরিশালের কথার জেলা প্রতিনিধি আহাদ হোসেন, দৈনিক বঙ্গলোক পত্রিকার জেলা প্রতিনিধি সালমা ইসলাম, জাগো নিউজের জেলা সংবাদদাতা শাফিউল মিল্লাত, দৈনিক সমকালের নাজিরপুর উপজেলা প্রতিনিধি তাওহিদুল ইসলাম ও মানবজমিনের নাজিরপুর উপজেলা প্রতিনিধি মো. হাসান। 

ফ্যাক্ট চেকিং বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন প্রথম আলোর পিরোজপুর জেলা প্রতিনিধি এ কে এম ফয়সাল প্রিন্স। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক জিয়াউল আহসান ও পিরোজপুর ইউনিভার্সিটি ক্লাবের সাধারণ সম্পাদক মইনুল আহসান মুন্না। 

অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি ভিডিও, তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে আলোচনা করা হয়।