ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

দ্রুত ই-ভিসা কার্যক্রম শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ১৯, ২০২৩

দ্রুত ই-ভিসা কার্যক্রম শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের একত্রিশতম বৈদেশিক মিশন হিসেবে বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০২০ সালে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট প্রবর্তন করেন। এটা ছিল বাংলাদেশের জনগণের জন্য মুজিববর্ষের উপহার। ইতোমধ্যে বাংলাদেশের সব পাসপোর্ট অফিস থেকে ই- পাসপোর্ট দেওয়া হচ্ছে। বিমানবন্দরে ই-গেইট স্থাপন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বতর্মানে দেশের ৬৪টি জেলার ৭২টি অফিস থেকে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে। শিগগিরই দেশের ৮০টি মিশনে এর কার্যকারিতা শুরু হবে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা দ্রুত ই-ভিসা কার্যক্রম শুরু করতে পারব। 

অনুষ্ঠানে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব, ই-পাসপোর্ট প্রকল্পের ডেপুটি ডিরেক্টর এবং বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বেশ কয়েকজন সদস্য বক্তব্য দেন। 

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাস বেলজিয়ামের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্।