ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ মিছিল

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩

নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ মিছিল
সাম্প্রতিক সময়ে সারাদেশে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। 

বুধবার (১২ জুলাই) বেলা ১২ টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। এসময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় টেন্টে এসে সমবেত হয়।

এসময় অনুষ্ঠিত সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, যারা এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, দেশের জনগণের কাছে যাদের কোনো গ্রহণযোগ্যতা নাই তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তাদের বিরুদ্ধেই আমাদের আজকের সমাবেশ। সমাবেশে আমরা বলতে চাই যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সুসংগঠিত এবং সাধারণ ছাত্রদের নিয়ে সবসময় কাজ করে। ইবির মাটিতে ছাত্র শিবির, ছাত্রদল বা জঙ্গিবাদের মতাদর্শী যেসব ছাত্রসমাজ ইবির মাটিতে তাদের কোনো প্রশ্রয় নাই। তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ জিরো টলারেন্স জারি করেছে। সামনের নির্বাচনে নৌকাকে জয়ী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাথে নিয়ে আমরা কাজ করছি। ইবির পবিত্র মাটিতে এইসব দেশ বিরোধী অপশক্তিদের কোনো জায়গা নাই।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজকের বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে ঢাবিত হচ্ছে ঠিক এসময়েই সেসব স্বাধীনতাবিরোধী চক্রান্তকারীরা দেশের বিভিন্নজায়গায় বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে বলতে চাই আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ তাদেরকে রুখে দিতে সবসময় স্বচ্ছার থাকবে।