ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

কালকিনিতে নৌকা প্রতীকে আগুন, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, নভেম্বর ৬, ২০২১

কালকিনিতে নৌকা প্রতীকে আগুন, ভাঙচুর

মাদারীপুরের ডাসার উপজেলায় নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় নৌকার নির্বাচনী অফিসও ভাঙচুর করা হয়।

 

শুক্রবার দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধর্জী গ্রামে এ ঘটনা ঘটে।

 

শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ ঘটনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নৌকা পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন।

 

এ নিয়ে এলাকায় বড় ধরনের সংঘর্ষ-সংঘাতের আশঙ্কা করছে এলাকাবাসী। তবে খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার সরদার বলেন, গোপারপুর ইউনিয়নের ধর্জীতে আমার একটি নির্বাচনী কার্যালয় আছে। কার্যালয়ের সামনে বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা প্রতীক তৈরি করে রেখেছি।

 

শুক্রবার দিবাগত গভীর রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরহাদ মাতুব্বরের কর্মীরা ওই প্রতীকী নৌকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এসময় নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। যারা নৌকা পুড়িয়েছে, তাদের উপযুক্ত বিচার দাবি করছি।

 

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরহাদ মাতুব্বর বলেন, আমার কোনো কর্মী নৌকায় আগুন দেয়নি। আমাকে ফাঁসাতে ষড়যন্ত্র করেছে তারা।

 

ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।