ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

গাজীপুর সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

গাজীপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩

গাজীপুর সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ছবি: সংগৃহীত

গাজীপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে গণনা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ধীরগতি ও জটিলতা ছিল বলে অভিযোগ করেছেন ভোটাররা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালের দিকে শহরের কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় থাকলেও দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।

গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গাজীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ওই কেন্দ্রে ৩১৪৫ জন ভোটারের মধ্যে আটশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় ওই কেন্দ্রে মাত্র ১৫-২০ জন ভোটারের উপস্থিতি দেখতে পাওয়া যায়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কাজী সাইয়েদুর রহমান জানান, শহরের মেইন পয়েন্টের কেন্দ্রটিতে কেন ভোটার উপস্থিতি কম তা ঠিক বোঝা যাচ্ছে না।

এদিকে ইভিএমে ধীরগতি ও লম্বা লাইনের দুর্ভোগে পড়েন ভোটাররা। 

এছাড়া শহরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ৯টি বুথের মধ্যে ৩টিতে সকালে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জটিলতা দেখা দেয়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কয়েক মিনিটের মধ্যে টেকনিশিয়ানরা সমস্যার সমাধান করেছেন। যদিও পরে অনেক ভোটারেরই আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে ধীরগতি দেখা যায়।