ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

ডবলমুরিং থানার সাবেক ওসির নামে ভুয়া ফেইসবুক একাউন্ট, গ্রেপ্তার ২

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ২, ২০২১

ডবলমুরিং থানার সাবেক ওসির নামে ভুয়া ফেইসবুক একাউন্ট, গ্রেপ্তার ২

চট্টগ্রামের ডবলমুরিং থানার সাবেক ওসি মোহাম্মদ মহসীনের  নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ঢাকার আশুলিয়া এবং নারায়গঞ্জ জেলা থেকে রোববার তাদের গ্রেপ্তারের পর সোমবার সাংবাদিকদের জানায় চট্টগ্রাম মহানগর পুলিশ।

 

গ্রেপ্তার দুইজন হলেন, মোবারক হোসেন (২২) নবী নুর হোসেন (২০) দুইজনই সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার রফিক মিয়ার ছেলে।

 

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ বলেন, “মোহাম্মদ মহসীনের নামে মিথ্যা একাউন্ট খুলে ফেইসবুকে একটি পোস্টে ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের প্রশংসাসূচক মন্তব্য করা হয়েছিল।

 

গত ১৯ অগাস্ট দেওয়া মন্তব্যটি তৎকালীন ডবলমুরিং থানার ওসি মহসীন ফেইসবুকে দেখতে পেয়ে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়রিও করেন। পরে তিনি চুয়াডাঙ্গা সদর থানার ওসি হিসেবে বদলি হয়ে যান।

 

পরে এনিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয় জানিয়ে ওয়ারিশ বলেন, “মিথ্যা ফেসবুক একাউন্টটি থেকে ওসি মহসীনের প্রকৃত পেইজের একটি পোস্টে কমেন্টটি করা হয়েছিল। পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তার দুজনের উদ্দেশ্য কী ছিল, তা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।