ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ |

EN

বোয়ালমারীতে ইউপি সদস্য'র বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ এর অভিযোগ

সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্, বোয়ালমারী, ফরিদপুর | আপডেট: বুধবার, মে ৩, ২০২৩

বোয়ালমারীতে ইউপি সদস্য'র বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ এর অভিযোগ
বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মিরাজ মৃধার বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা তার ছেলের বিকাশ একাউন্টে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

৩ মে বুধবার রুপাপাত ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাসিন্দা দেব রানী বিশ্বাস (৭৫) বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন  বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

তিনি অভিযোগ করেন আমি বয়স্ক ভাতার প্রতি মাসে পাঁচশত টাকা হিসেবে, দশ হাজার পাঁচশত টাকার এক টাকাও পাইনি, মেম্বারের বাড়ী কয়েক মাস যাবৎ অনেক বার গেছি, মেম্বার শুধু ঘুরাচ্ছে,কোন ফয়সালা দেয় না।

অভিযোগের সত্যতা শিকার করে ইউপি সদস্য  মিরাজ মৃধা বলেন বয়স্ক ভাতার টাকা দেব রানী বিশ্বাসের বিকাশ নাম্বার না থাকায় আমার ছেলের একাউন্ট নাম্বার দিয়েছি,একাউন্ট চেক করলে বলা যাবে টাকা  এসেছে কিনা।

ইউএনও স্যার ডেকেছিলেন আগামী  রবিবার পর্যন্ত সময় নিয়েছি।

রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো.মিজানুর রহমান বলেন আমার কোন ইউপি সদস্য'র বিরুদ্ধে অভিযোগ থাকলে এর দায়ভার আমি নেবো না। 

ইউএনও স্যার ফোন দিয়েছিলেন আমি মেম্বারকে তাঁর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন বয়স্ক ভাতার অভিযোগের বিষয়ে আমাদের একটু সময় দিতে হবে।
আমি ইউপি সদস্য মিরাজ মৃধার বক্তব্য নিয়েছি, আবার ওই ভদ্রমহিলার ও বক্তব্য নিয়েছি।
মেম্বার সাহেব  কিছু কারন বলেছেন তারও যুক্তিকতা রয়েছে, আবার ভদ্র মহিলার তাঁর বয়স্ক ভাতার টাকা পাননি এটাও সত্য।

বিষয়টি তদন্তের জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সময় নিয়েছি, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হলে অপরাধী বলার সুযোগ নেই, মেম্বার সাহেব বলেছেন তাঁর ছেলের মোবাইলে টাকা গিয়ে থাকলে টাকা তিনি উত্তোলন করেননি।
বিকাশ একাউন্ট চেক করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। টাকা উত্তোলন না করলে  আমরা ওই টাকা দিয়ে ভদ্র মহিলার  সমাধান করতে পারবো।