ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৪

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, এপ্রিল ৯, ২০২৩

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৪
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ৬ এপ্রিল দেশটির নাইজার সীমান্তের কাছে সাহেল অঞ্চলের কৌরাকাউ এবং টন্ডোবি গ্রামে সন্ত্রাসীরা এলোপাথারি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের মধ্যে কৌরাকাউতে ৩১ জন এবং টন্ডোবি গ্রামের ১৩ জন হয়েছেন।

সম্প্রতি গবাদি পশু চুরির চেষ্টাকারী দুই সন্ত্রাসীকে পিটিয়ে হত্যার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার না করলেও কর্মকর্তারা হামলার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’কে দায়ী করেছেন। সন্ত্রাসী এই গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। গত এক দশকে দেশটিতে সহিংসতা অনেক বেড়েছে। আর এতে প্রতি বছর হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন।