ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

নাইজেরিয়ায় অস্ত্রধারীদের হামলা, নিহত ৪৬

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, এপ্রিল ৮, ২০২৩

নাইজেরিয়ায় অস্ত্রধারীদের হামলা, নিহত ৪৬

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীরা হামলা চালিয়ে প্রায় ৪৬ জনকে হত্যা করেছে। ওই এলাকার স্থানীয় প্রশাসন এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, নাইজেরিয়ার বেনু রাজ্যের উমোগিডি এলাকায় স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। অঞ্চলটিতে কৃষক ও পশুপালকদের মধ্যে জমি-সংক্রান্ত পুরোনো বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা গার্ডিয়ানকে বলেন, নিহত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনার জন্য পল পশুপালক গোষ্ঠীকে দায়ী করেন। তার ভাষ্যমতে, স্থানীয় জনগোষ্ঠীর ওপর গত মাসের প্রায় পুরোটা সময় তারা হামলা চালিয়েছে। অঞ্চলটিতে সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন কিছুটা শান্ত।

এ হামলার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে দুই গোষ্ঠীর মধ্যকার পুরোনো দ্বন্দ্বের জেরেই এই হামলা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে দেশটির পশুপালকদের জাতীয় সংস্থার তরফ থেকে কারও মন্তব্য পাওয়া যায়নি।