ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

সাকিব-তামিমের দ্বন্দ্বের কথা মিডিয়া থেকে শুনেছি, নিজে দেখিনি: পাপন

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৩

সাকিব-তামিমের দ্বন্দ্বের কথা মিডিয়া থেকে শুনেছি, নিজে দেখিনি: পাপন
দুইদিন আগে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান ও তামিম ইকবালের শীতল সম্পর্কের কথা তুলে ধরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ইস্যুতে শোনালেন নতুন কথা। 

সাকিব-তামিমের সম্পর্ক, ড্রেসিংরুমে গ্রুপিং সহ যেসব ইস্যু নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন সেসব আগে মিডিয়ার কাছ থেকে শুনেছেন দাবি তার।

ইংল্যান্ড সিরিজ সামনে রেখে আজ রাত ৮ টায় টিম হোটেলে ক্রিকেটারদের সাথে বৈঠক করেন পাপন। পরে মুখোমুখি হন সংবাদ কর্মীদের। আর সেখানেই তাকে জবাব দিতে হয় বিতর্কিত সাকিব-তামিম ইস্যু নিয়ে। 

গতকাল এই ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন ওয়ানডে কাপ্তান তামিমও। তিনিও পাপনের মতো জানিয়েছেন সাকিবের সাথে সম্পর্ক খারাপ হলেও মঠে সেটার প্রভাব পড়তে দিবেন না। তবে আজ অনুশীলনেও তাদের কথা বলতে দেখা যায়নি। ফলে উঠছে নানা প্রশ্ন।

পাপন সাংবাদিকদের বলেন, 'আজ থেকে তিন বছর আগেও ড্রেসিংরুমে আমি কোনো সমস্যা দেখিনি। আপনি ১৫ বছর থেকে ১২ বছর বাদই দেন। লাস্ট তিন বছর আমি কিন্তু ওদের সাথে নাই। আগে আমি ওদের সাথে থাকতাম। একই হোটেলে থাকতাম, সবকিছু করতাম। কাজেই এই যে কথাটা, ড্রেসিংরুমের পরিবেশটা ভালো না। এই যে তামিম-সাকিবের মধ্যে সমস্যা। এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা।'

'সবচেয়ে বেশি মিডিয়া থেকে। মিডিয়ার লোকরাই বেশি বলে। গত বিশ্বকাপ, টি-টোয়েন্টি যেটা হল অস্ট্রেলিয়াতে ওখানে আমি সবকিছু ঠিকঠাকই পেয়েছি। আমি কিন্তু ওখানে ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখিনি। এর আগের কথা শুনিছি, কিন্তু নিজে দেখিনি।'

'আমি যেটা বলেছি তামিমও সেটাই বলেছে। আমি ওদের ডেকে বলেছি, ওরা দুজনেই আমাকে আশ্বস্ত করেছে যে খেলায় কোনো প্রভাব পড়বে না। যাই থাকুক খেলায় কোনো প্রভাব পড়বে না। আমিও আমার সাক্ষাৎকারে এটা বলেছি তামিমও এটাই বলেছে।'