ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

আদালতে তোলা হয়েছে ইকবালকে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, অক্টোবর ২৩, ২০২১

আদালতে তোলা হয়েছে ইকবালকে

কুমিল্লার নানুয়ার দিঘি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনকে আদালতে তোলা হয়েছে।

 

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁকে কুমিল্লার জ্যেষ্ঠ ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তোলা হয়।

 

এরআগে শুক্রবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল নানুয়ার দিঘি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর থেকেই ইকবাল অসংলগ্ন আচরণ করছেন। ইকবাল কোরআন রাখার এবং গদা সরানোর কথা স্বীকার করেছেন। কিন্তু কেন বা কার নির্দেশে সে এই কাজ করেছেন সে ব্যাপারে কিছু জানাননি।

 

বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার হওয়া ইকবালকে শুক্রবার দুপুর ১২টায় কুমিল্লা পুলিশ লাইনসে নিয়ে আসা হয়।