ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২২, ২০২১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৭

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় সাত রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় চারজনকে ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আজ শুক্রবার ভোরে উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সময় গোলাগুলি ধারালো অস্ত্রের আঘাতে সাত রোহিঙ্গা নিহত হয়েছে।

 

নিহত রোহিঙ্গারা হলেন বালুখালীর ব্লক- এইচ/৫২ এর নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২২); ক্যাম্প-১৮ এর ইব্রাহিম (১৭); ব্লক-এইচ/৫২ এর আবুল হোসেনের ছেলে মো. আমিন (৩০); মো. ইদ্রিস (৩২); ব্লক-এফ/২২ ক্যাম্প-১৮ এর মো. নবীর ছেলে হাফেজ নুর হালিম (৪৫); ক্যাম্প-১৮ এর মৌলভী হামিদুল্লাহ (৫০); ব্লক-এইচ/৫০, ক্যাম্প-১৮ এর নূর মোহাম্মদের ছেলে নূর কায়সার(১৫)

 

কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে এপিবিএন জেলা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। পুলিশ পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।