ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪ |

EN

পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২২, ২০২১

পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি টাইগারদের। তবে অভিজ্ঞ সাকিব-রিয়াদের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে বাংলাদেশ দল।

 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। শুরুতেই নাঈম শেখের উইকেট হারায় বাংলাদেশ দল। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন লিটন দাশ ও সাকিব আল হাসান।  ব্যক্তিগত ২৯ রানে লিটন আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন সাকিব।

 

মাত্র ৪ রানের জন্য অর্ধ- শতক হাতছাড়া করেন তিনি। ব্যক্তিগত ৪৬ রানে প্যাভিলিয়নে ফিরেন সাকিব। ব্যাট হাতে রান পাননি মুশফিকও। মাত্র ৫ রান করেই পরাস্ত হন তিনি। তবে এরপর দলের হাল ধরেন রিয়াদ।

 

মাত্র ২৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি। শেষদিকে আফিফ ১৪ বলে ২১ ও সাইফউদ্দিন ৬ বলে ১৯ রান করলে পিএনজির বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ দল।

 

পিএনজির পক্ষে দুইটি করে উইকেট লাভ করেন মরিয়া, রাভু ও ভালা।