ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪ |

EN

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২২, ২০২১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২১ অক্টোবর) পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপের মূল পর্বে পা রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ দল। তবে এরপরের ম্যাচে ওমানের বিপক্ষে দুর্দান্ত জয় পায় টাইগাররা। ওমান, স্কটল্যান্ডের তুলনায় পাপুয়া নিউগিনি তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তবে, টি-টোয়েন্টি ফরম্যাটে সব দলেরই রয়েছেন অঘটন ঘটানোর ক্ষমতা। আর তাই পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে বাংলাদেশ দলকে পুরো সতর্ক থেকেই খেলতে হবে।

 

বাংলাদেশ একাদশ

লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

 

পাপুয়া নিউ গিনি একাদশ

দামিয়েন রাভু, লেগা সিয়াকা, আসাদ ভালা, চার্লস আমিনি, সেস বাউ, নরম্যান ভানুয়া, সাইমন আতাই, কিপলিন ডোরিগা, চাদ সোপার, কবুয়া মোরিয়া, নোসাইনা পোকানা।