ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

বগুড়ায় ২ সাংবাদিকের ওপর হামলা, যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩

বগুড়ায় ২ সাংবাদিকের ওপর হামলা, যুবলীগ নেতা গ্রেফতার
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জেলা যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা। 

উপনির্বাচনে অংশ নেওয়া হিরো আলমের রিপোর্ট করা নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শিপুলর বিরুদ্ধে মামলা হয়।  ওই মামলায় শনিবার দুপুর সোয়া ২টার দিকে শহরের কলোনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের টেম্পল রোডে টাউন ক্লাবে হিরো আলমের রিপোর্ট করা নিয়ে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জেএম রউফ ও দৈনিক বগুড়ার সিনিয়র স্টাফ রিপোর্টার জহুরুল ইসলামের সঙ্গে যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলের বাকবিতণ্ডা হয়।  এক পর্যায়ে মদ্যপ শিপুল দুই সাংবাদিককে মারধর করেন।  এ ব্যাপারে রউফ সদর থানায় অভিযোগ করেন।  পুলিশ শনিবার সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেন।  দুপুরে শহরের কলোনী বাজার এলাকা থেকে শিপুলকে গ্রেফতার করে। 

এ প্রসঙ্গে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, শিপুল তার প্রস্তাবিত জেলা কমিটির সহসভাপতি।  তিনি মুক্তিযোদ্ধার সন্তান।  তদন্ত করে দেখা গেছে, দুই সাংবাদিক উত্তেজিত হয়ে শিপুলকে মারধর করেন।  এর পর তিনি ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিককে মারধর করেছেন।  এর পরও অভিযুক্ত শিপুল তাদের কাছে হাত-পা ধরে ক্ষমা চেয়েছেন।

অন্যদিকে দুই সাংবাদিককে মারধর করার প্রতিবাদে শনিবার বগুড়া প্রেস ক্লাবে যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  সভা থেকে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জেএম রউফ ও দৈনিক বগুড়ার স্টার রিপোর্টার জহুরুল ইসলামের ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এএইচএম আখতারুজ্জামান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গনেশ দাস, বগুড়া সাংবাদিক ইউনিয়েনের সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, জেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু, ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান রানা, জেলা প্রেসক্লাবের সহসভাপতি এসএম কাওসার, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বগুড়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য তানসেন আলম, ইলিসাস হোসেন, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।