ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ |

EN

পঞ্চগড়ে জেন্ডার সমতা এবং নারীদের ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা

জাবেদুর রহমান জাবেদ, তেতুলিয়া প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ২৪, ২০২৩

পঞ্চগড়ে জেন্ডার সমতা এবং নারীদের ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা
পঞ্চগড়ে জেন্ডার সমতা এবং নারীদের ক্ষমতায়ন বিষয়ে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আহমদ নগর উচ্চ বিদ্যালয়ে মাঠে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের অর্থায়নে এবং বিকাশ বাংলাদেশ, উলাশী সৃজনী সংঘ ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের বাস্তবায়নে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আহম্মদ নগর উচ্চ,বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক।

জেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি পিয়ারা বেগমের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দীন প্রধান, আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল প্রধান, বিকাশ বাংলাদেশের উপজেলা উই প্রকল্পের কো-অর্ডিনেটর রেহানা পারভীন সহ প্রমুখ।