ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

ইউক্রেন ইস্যু নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা যুক্তরাজ্যের

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, অক্টোবর ২৬, ২০২২

ইউক্রেন ইস্যু নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা যুক্তরাজ্যের

ছবি: সংগৃহীত

ইউক্রেন ইস্যু নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ফোনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। এ সময় বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং দেশটির শস্য চুক্তি নিয়ে কথা বলেন দুই মন্ত্রী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তুরস্ক ও গ্রিসের সম্পর্ক নিয়েও কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

ফোনালাপের পর টুইটারে দেওয়া পোস্টে জেমস ক্লেভারলি বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে সৃষ্ট খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলায় কিয়েভ ও মস্কোর মধ্যে শস্য চুক্তি স্বাক্ষরে ভূমিকা রেখেছে তুরস্ক। এজন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

তুরস্ককে নিজ দেশের ঘনিষ্ঠ অংশীদার ও মিত্র হিসেবে আখ্যায়িত করেন জেমস ক্লেভারলি। তিনি বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একযোগে কাজ করবে।