ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানী ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ
সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ভুক্তভোগী শ্রমিকরা। এঘটনায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় এ সড়ক অবরোধ করেন ‘জনরন সোয়েটার’র কারখানার শ্রমিকরা। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও কারখানার কিছু কর্মকর্তাকে ছাঁটাইয়ের দাবিতে গত সোমবার (১০ অক্টোবর) বিকেল থেকে তারা কারখানার ভেতরে আন্দোলন করে আসছিলেন। এসময় বহিরাগত মোটরসাইকেল বাহিনী এসে শ্রমিকদের ওপর হঠাৎ আক্রমণ করে কয়েকজন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করেন। এঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী শ্রমিকরা জামগড়া এবং নিশ্চিন্তপুর এলাকায় সড়ক অবরোধ করে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন।

এ বিষয়ে কারখানাটির সিকিউরিটি সুপারভাইজার আরিফ হাসান বলেন, গত সোমবার থেকে কারখানায় ঝামেলা হচ্ছে। সকালেও শ্রমিকরা কারখানার সামনে বসে আন্দোলন করেছেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ ঘটনায় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধানের চেষ্টায় রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশ-১ এর একজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বলেন, শ্রমিকদের ভেতর কিছু সমস্যা হয়েছে। এ কারণে তারা সড়কে নামতে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আমাদের কয়েকটি টিম রয়েছে। ইতিমধ্যেই শ্রমিকদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।