ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪ |

EN

টিকা ছাড়া বের হলে শাস্তি' বক্তব্য প্রত্যাহার করলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৫, ২০২১

টিকা ছাড়া বের হলে শাস্তি' বক্তব্য প্রত্যাহার করলেন মন্ত্রী

২৪ ঘন্টার মধ্যে নিজের বক্তব্য থেকে সরে আসলেন মুক্তিযুদ্ধ  বিষয়ক মন্ত্রী আ হ ম মোজাম্মেল হক।

১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সী কেউ টিকা না দেয়া অবস্থায় বের হলে আইনের আওতায় আনা হবে-এমন বক্তব্য প্রত্যাহার করেছেন বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে বসে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক। পরে বৈঠকের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ব্রিফিংয়ে জানান, ১১ আগস্ট থেকে ১৮ বছরের ওপরের কেউ টিকা ছাড়া বাইরে বের হলেই নেয়া হবে আইনি ব্যবস্থা। অবাস্তব এমন সিদ্ধান্তের পর শুরু হয় সমালোচনা। তবে, ২৪ ঘন্টা অতিবাহিত হবার আগেই আসে বক্তব্য প্রত্যাহারের সিদ্ধান্ত।