ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

লক্ষ্মীপুরে ইউপি উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অফিসে ভাংচুর, প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২

লক্ষ্মীপুরে ইউপি উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর  অফিসে ভাংচুর, প্রতিবাদে সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩ নং দিঘুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী  আলতাফ হোসেন খাঁনের  নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খাঁন জানান, নৌকার প্রর্থীর ইন্ধনে তার লোকজন ঘোড়া প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুর করে।

এছাড়াও নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্ন সময়ে হুমকি ধমকি প্রদান করে। নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান সহ মাইক ভাংচুর করে। 
এ বিষয়ে জানতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সালাউদ্দিন চৌধুরী জাবেদকে ফোন দিলে তিনি জানান, আমার নির্বাচনী মিছিলে তার অফিস থেকে ইট মেরে আমার লোকজন আহত করে। সে ঘটনায় মামলা দায়ের করা হয়।এ ঘটনাকে ধামাচাপা দিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।