ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুলাই ৩, ২০২৪ |

EN

নেশার ওষুধ খাইয়ে নগদ টাকা ও স্বর্ন চুরি

সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্, বোয়ালমারী, ফরিদপুর | আপডেট: মঙ্গলবার, জুলাই ১২, ২০২২

নেশার ওষুধ খাইয়ে নগদ টাকা ও স্বর্ন চুরি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ঈদের দিন সকালে মুড়ির সাথে নেশার ওষুধ খাইয়ে শাশুড়ী ও বেটার বউকে অজ্ঞান করে নগদ টাকা ও ২ ভরি স্বর্ন চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞান অবস্থায় শাশুড়ী ও বেটার বউকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে (১১ জুলাই)  মো. আ. রাজ্জাক মোল্যা থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঈদের দিন (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর গ্রামের শাহিন মাতুব্বর (২২) ও কালু মাতুব্বর (২৭) একই গ্রামের মো.আ. রাজ্জাক মোল্যার বাড়িতে গিয়ে রাজ্জাক মোল্যার স্ত্রী মোসা. জামেলা বেগম (৫৫) ও তার ছেলের স্ত্রী মোসা. রুপা বেগমকে (২৫) মুড়ির সাথে নেশা জাতীয় ওষুধ খাইয়ে অজ্ঞান করে আলমারীতে থাকা ২ ভরি স্বর্ন ও নগদ ১ লক্ষ ৪৫ হাজার ৭ শত টাকা নিয়ে যায়।

রাজ্জাক মোল্যা বাড়িতে গিয়ে তাদের অচেতন অবস্থায় দেখে চিৎকার দিয়ে আশ পাশের লোকজন এসে তাদেরকে অচেতন অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের জ্ঞান ফেরলে দুইজনের নাম বলেন। 

এব্যাপারে শাহিন মাতুব্বরের বাবা আমজাদ মাতুব্বর বলেন, আমার ছেলের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা।
থানার ডিউটি অফিসার এস আই রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য এসআই মনির হোসেনকে দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।