ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

শিবচরে জমে উঠেছে ঈদ বাজার, নেই স্বাস্থ্য বিধি

মাদারীপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, এপ্রিল ১৭, ২০২২

শিবচরে জমে উঠেছে ঈদ বাজার, নেই স্বাস্থ্য বিধি
মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদের সময় ভালো ব্যবসা করতে পারেননি মাদারীপুর শিবচরের ব্যবসায়ীরা। গতকাল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার উপজেলার বিভিন্ন সুপার মাকের্টের ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এর আগে গত বৃহস্পতিবার পয়লা বৈশাখের দিনও উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতা ঈদের বাজার সারেন।

ঈদের আগে আরও দুটি সাপ্তাহিক ছুটি থাকলেও বিক্রেতারা আশা করছেন গতকাল থেকেই ঈদের মূল কেনাকাটা শুরু হয়েছে । তবে বিপণি বিতানগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেলেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন ক্রেতা-বিক্রেতারা।

শনিববার (১৬ এপ্রিল) সকালে উপজেলার বিপণী বিতানগুলোতে দেখা যায়, মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতারা-বিক্রেতারা। ঈদের পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা।

বুলবুল আহমেদের স্ত্রী সুমাইয়া আহমেদ বলেন, ‘গরমের কারণে এবার সুতির আরামদায়ক শাড়ি কিনব বলে ঠিক করেছি।’ আর এই দম্পতির প্রাথমিকে পড়ুয়া দুই মেয়ের জন্য তারা পার্টি ফ্রক ও স্কার্ট দেখছিলেন।

ইসরাত জাহান নুসরাত নামের আরেক ক্রেতা বলেন, মানুষের ভিড় কম হবে তাই সকাল-সকাল মার্কেটে এসেছি। কিন্তু এসে দেখি ক্রেতাদের অনেক ভিড়। সন্তানদের বায়না মেটাতে মার্কেটে আসা।

ব্যস্ততার মাঝেও অন্যান্য ব্যবসায়ীরা জানালেন, মেয়েদের সালোয়ার-কামিজ, থ্রি-পিস, হাফসিল্ক শাড়ি, কাতান শাড়ি, মসলিন শাড়ি, স্কার্ফ, হিজাব, জুয়েলারি, ব্যাগ, জুতা, কসমেটিকস এবং ছেলেদের পাঞ্জাবি-পায়জামা, ফতুয়া, শার্ট-প্যান্ট বেশি বিক্রি হচ্ছে।

একাধিক দোকান মালিক বলেন, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে। কিন্তু দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকায় মানুষের ভিড় বেড়ে গেছে। তবে আমরা সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক ব্যবহারের করে ক্রেতাদের দোকানে আসতে অনুরোধ করছি।