ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মে ১৯, ২০২৪ |

EN

পশ্চিম রেলের ১০ কর্মকর্তার জন্য ট্রেনে আলাদা বগি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ৬, ২০২২

পশ্চিম রেলের ১০ কর্মকর্তার জন্য ট্রেনে আলাদা বগি
পশ্চিমাঞ্চল রেলের ১০ জন কর্মকর্তা সভায় যোগ দিতে গতকাল মঙ্গলবার ঢাকায় গেছেন। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনে সংযুক্ত করা হয়ে ছিল অতিরিক্ত কোচ। গতকাল মঙ্গলবার রাতের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭১১৮ নম্বরের এসি কোচ যুক্ত করা হয়। তবে ১০ জন কর্মকর্তাকে রাজশাহী থেকে ঢাকায় আসা ৭১১৮ নম্বরের এসি কোচটির কিছু টিকিট বিক্রি করা হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করছে।  

রাজশাহী রেলওয়ে স্টেশন অনডিউটি স্টেশন মাস্টার সুরাইয়া জানান, ‘ধূমকেতু ট্রেন ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ট্রেনের সঙ্গে একটি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়। যার নম্বর ৭১১৮। এটি এসি কোচ।’ এই কোচের টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমি বলতে পারবো না। আমাদের কোচ যুক্ত করতে বলেছে, আমরা করেছি। টিকিটের বিষয় স্টেশন ম্যানেজার জানেন।’

পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ‘কিছু টিকিট বিক্রি করা হয়েছে। তবে রেলওয়ের কর্মকর্তাদের মিটিং থাকার কারণে পাশের বিনিময়ে তারা ভ্রমণ করেছেন। এটা আইনে আছে; যে কর্মকর্তারা ভ্রমণ করতে পারবেন।’ 
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই বগির কোনো টিকিট বিক্রি করা হয়নি। ৪৮ বার্থের পুরো কোচে গেছেন রেলের ১০ কর্মকর্তা। তবে এবিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ও ওই কোচের যাত্রী অসিম কুমার তালুকদার।