ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ |

EN

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের জয়-পরাজয়

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ২৯, ২০২১

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের জয়-পরাজয়
বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ধাপে ৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। ভোটগ্রহণ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। দিনভর জাল ভোট, ভোট বর্জন, ব্যালট পেপার ছিনতাই ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে। সারাদেশ থেকে পাঠানো প্রতিনিধিদের রিপোর্ট।

পাবনা:

নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আসিফ শামস রঞ্জন ২১ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ মার্কার প্রার্থী আব্দুল বাতেন পেয়েছে ৩ হাজার ৬৬০ ভোট।

এছাড়া রেল ইঞ্জিন মার্কার প্রার্থী এস এম ফজলুর রহমান মাসুদ পেয়েছে ৩ হাজার ৪৭৯ ভোট, জগ মার্কার এস এম আব্দুল্লাহ পেয়েছে ৮১৭ ও মোবাইল মার্কার প্রার্থী সাদিয়া আলম পেয়েছে ২২৫ ভোট।

বেড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৮১৮ জন। এর আগে সকাল ৮টা থেকে ১০টি ওয়ার্ডে ১৮টি কেন্দ্রে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

কুমিল্লা:

কুমিল্লার ৩ উপজেলায় ৩০ টি ইউনিয়নের মধ্যে ১৬ ইউনিয়নে নৌকা ও ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।

ঝিনাইদহ:

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, উপজেলার ১১টি ইউনিয়নে ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

৯নং জামাল ইউনিয়নে মোদাচ্ছের হোসেন ( নৌকা), ৩নং আলাউদ্দীন আল আজাদ (স্বতন্ত্র), ৪ নং নিয়ামতপুর ইউনিয়নে রাজু আহমেদ রনি (নৌকা),৫ নং সিমলা রোকনপুর ইউনিয়নে নাছির উদ্দীন (নৌকা), ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নে নজরুল ইসলাম রিতু (স্বতন্ত্র), ৮ নং মালিয়াট ইউনিয়নে আজিজুল খাঁ ( স্বতন্ত্র), ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে আয়ুব হোসেন ( নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত।

রংপুর:

রংপুরের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র হয়েছেন আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার বড় ভাইয়ের ছেলে।

রোববার এ পৌরসভায় নির্বাচনে নৌকা প্রতীকে ৭ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন শামীম। রাত ৮টার দিকে রংপুরের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারি এ ফল ঘোষণা করেন।

নির্বাচনে শামীমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুলতান মিয়া পেয়েছেন ২ হাজার ৬৬০ ভোট। আর লাঙ্গল প্রতীকে জাহেদুল ইসলাম পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট।