ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুলাই ৩, ২০২৪ |

EN

বিএনপি খেলার আগেই ফাউল শুরু করেছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, জুন ১৭, ২০২৩

বিএনপি খেলার আগেই ফাউল শুরু করেছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলার সময় ঘনিয়ে আসছে, খেলা হবে। ফাইনাল খেলা। বিএনপি এখনই ফাউল শুরু করেছে।’

শুক্রবার (১৬ জুন) মিরপুর ১০-এর আদৰ্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে বিএনপি। তারা পুরনো ভোট চোর। বিএনপির ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। এসব হামলা চলতে থাকলে যে হাতে হামলা হবে সেই হাত ভেঙে দিতে হবে। যে হাতে আগুন দেওয়া হবে সেই হাত পুড়িয়ে দিতে হবে। আওয়ামী লীগের ধৈর্যের একটা সীমা আছে। সহ্য কতকাল করবো?

মন্ত্রী বলেন, বিএনপির অনেকেই আসবে। আরও অনেক দলই আসবে। দলের অভাব নেই। অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

ওবায়দুল কাদের বলেন, আজকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি। লবিস্ট নিয়োগের এত টাকা কোথায় পায় বিএনপি? বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিএনপি। কারও নিষেধাজ্ঞায় নির্বাচন ঠেকানো যাবে না। সংবিধানে যা আছে সেভাবেই চলবে। কারও পরামর্শে চলবো না। কারও নিষেধাজ্ঞায় নির্বাচন থেমে থাকবে না। বাইরের হস্তক্ষেপ আমরা চাই না।