ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুলাই ৬, ২০২৪ |

EN

তোমরা রাজনীতি করবে কিন্তু অপরাজনীতি থেকে দূরে থাকবে: জবি উপাচার্য

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৩

তোমরা রাজনীতি করবে কিন্তু অপরাজনীতি থেকে দূরে থাকবে: জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, তোমরা রাজনীতি করবে কিন্তু অপরাজনীতি থেকে দূরে থাকবে। তোমরা নানান রকম প্রলোভন থেকে দূরে থাকবে এবং একজন প্রকৃত মানবিক গুণাবলির মানুষ হিসেবে গড়ে উঠবে। 

আজ (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমাজকর্ম বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিদায়ী শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি বলেন, তোমরা আরেকটা জগতে প্রবেশ করতে যাচ্ছো। আমরা চাই কর্মক্ষেত্রেও তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করবে। তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট পরিচয় দিলেই যেন একটা ব্রান্ডিং হয় সেই ব্রান্ডিং আমরা করতে চাই।

এসময় সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, অনুষ্ঠানটির সমন্বয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেন।