ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মে ১৯, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে জলবায়ু পরিবর্তনে সেমিনার ও গাছের চারা বিতরণ।

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: রবিবার, আগস্ট ২৮, ২০২২

ফুলবাড়ীতে জলবায়ু পরিবর্তনে সেমিনার ও গাছের চারা বিতরণ।
  • দিনাজপুরের ফুলবাড়ীতে জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের নেতিবাচক প্রভাব বিষয়ক সেমিনার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

  • গতকাল রোববার সকাল ১১টায় নর্দান ফাউন্ডেশন (এনডিএফ) এর আয়োজনে পৌর শহরের সুজাপুর কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আদিবাসী আঞ্চলিক ফেডারেশনের সভাপতি কলম্বাস মার্ডি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার। 

  • অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান,নর্দান ফাউন্ডেশন (এনডিএফ) দিনাজপুর এর ট্রেনিং অফিসার মোঃ মেজবাউল সরকার,উপজেলা নর্দান ফাউন্ডেশন (এনডিএফ) এর ফুলবাড়ী এরিয়া ম্যানেজার নিকানুর বাস্কে। 

  • সেমিনার শেষে ফুলবাড়ী উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার  ৪ শত পরিবারের মধ্যে ৪টি করে মোট ১৬শ গাছের চারা বিতরণ করা হয়।