ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ |

EN

বাতিল হলো ম্যানচেস্টার টেস্ট

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

বাতিল হলো ম্যানচেস্টার টেস্ট

বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হন ইংল্যান্ডে সফররত ভারতীয় দলের এক সদস্য যেকারণে গুঞ্জন ওঠে বাতিল হয়ে যেতে পারে ম্যানচেস্টার টেস্ট বাস্তবে হলোও তাই এক বিবৃতিতে ইংল্যান্ড-ভারতের মধ্যকার পঞ্চম শেষ টেস্টটি বাতিলের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)
বৃহস্পতিবার করোনা পজেটিভ হন ভারতের ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার তার সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি এবং ঈশান্ত শর্মা এরপর ভারতীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয় এবং সকলেই নেগেটিভ আসে তবুও ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কয়েকজন বিসিসিআইকে জানায়, বর্তমান পরিস্থিতিতে তারা টেস্ট খেলতে নামার জন্য প্রস্তুত নন

আর সিরিজটি বাতিল হওয়ায় - ব্যবধানে জয়ী ভারত
ইসিবির তরফ থেকে বলা হয়, ‘করোনাভাইরাসের প্রকোপে পঞ্চম টেস্টে দল নামাতে পারছে না ভারত এজন্য (ম্যাচ বাতিল) আমরা সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা জানি, এতে অনেকেই হতাশ হবেন
এক টুইট বার্তায় ইসিবি লিখেছে, ‘করোনাভাইরাসের প্রভাবে বিসিসিআই এবং ইসিবি মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এমিরেটস ওল্ট ট্রাফোর্ডে অনুষ্ঠিতব্য প্রঞ্চম টেস্ট, যেটি আজ (শুক্রবার) থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হলো
ম্যানচেস্টার টেস্ট বাতিল প্রসঙ্গে আইসিসি জানায়, ‘আজ (শুক্রবার) থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এবং ইসিবি
ওভালে চতুর্থ টেস্ট চলাকালীনই করোনায় আক্রান্ত হন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভারত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর এই মুহূর্তে তারা নিভৃতবাসে রয়েছেন তাদের সংস্পর্শে আসায় দলের ফিজিও নীতিন প্যাটেলকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে