ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ |

EN

প্রথম বাংলাদেশি হিসেবে শততম টি-টোয়েন্টির সামনে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ৫, ২০২১

প্রথম বাংলাদেশি হিসেবে শততম টি-টোয়েন্টির সামনে মাহমুদউল্লাহ

এমন এক অর্জনের সামনে দাঁড়িয়ে আছেন মাহমুদউল্লাহ, যা এখনও করে দেখাতে পারেননি বাংলাদেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় রয়েছেন তিনি

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামলেই মাইলফলক ছোঁয়া হয়ে যাবে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহর

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে স্বাগতিক কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। ওই ম্যাচে বলে রান করেছিলেন তিনি। ১৪ বছরের ব্যবধানে এই সংস্করণে ম্যাচ খেলার সেঞ্চুরির স্বাদ নেওয়ার দ্বারপ্রান্তে তিনি

ক্রিকেট ইতিহাসের অষ্টম খেলোয়াড় হিসেবে শততম টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার। এখন পর্যন্ত যারা ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তারা হলেন পাকিস্তানের শোয়েব মালিক মোহাম্মদ হাফিজ, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল রস টেইলর, ভারতের রোহিত শর্মা, ইংল্যান্ডের ওয়েন মরগ্যান এবং আয়ারল্যান্ডের কেভিন 'ব্রায়েন

গত শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে মাহমুদউল্লাহর কাছে প্রশ্ন রাখা হয়েছিল শততম ম্যাচ নিয়ে। জবাবে হাসিমাখা মুখে তিনি বলেছিলেন, 'আলাদা কোনো পরিকল্পনা নেই। আমি চেষ্টা করব। সবসময়ই লক্ষ্য থাকে দলের জন্য খেলা এবং দলের জন্য অবদান রাখা। আমি যদি সুস্থ থাকি, নিজের ১০০তম ম্যাচটা খেলতে পারি, আশা করব, যেন আমি দলের জন্য অবদান রাখতে পারি।'

৯৯ ম্যাচে ২৩.৯৭ গড়ে মাহমুদউল্লাহর সংগ্রহ ১৭০২ রান তার স্ট্রাইক রেট ১২০.১৯ পাঁচটি হাফসেঞ্চুরি করলেও সেঞ্চুরির দেখা পাননি এখনও সর্বোচ্চ অপরাজিত ৬৪ রানের ইনিংসটি তিনি খেলেছিলেন ২০১২ সালে, ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ বল মোকাবিলা করে মেরেছিলেন ৩টি চার ৪টি ছক্কা পাশাপাশি বল হাতে ২৮.৪৬ গড়ে তিনি নিয়েছেন ৩২ উইকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশের সফলতম অধিনায়ক হয়ে গেছেন মাহমুদউল্লাহ। তার নেতৃত্বে ২৪ ম্যাচ খেলে ১২টিতে জিতেছে বাংলাদেশ। শেষ দশ ম্যাচেই জয় এসেছে আটটিতে

মাহমুদউল্লাহর মাইলফলকের ম্যাচ রাঙাতে পারলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যেতে পারে লাল-সবুজ জার্সিধারীদের। প্রথম দুটিতে প্রত্যাশিত জয়ে - ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ