ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মে ১৯, ২০২৪ |

EN

জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: শনিবার, মে ২১, ২০২২

জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে শাহ আলম হাওলাদার নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ৫০ বছর বয়সী শাহআলম পেশায় একজন কাঠমিস্ত্রি। 

মৃত্যুর খবরটি নিশ্চিত করে নিহতের বড় ভাই নুরুজ্জামান হাওলাদার বলেন, শাহ আলম জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে ফিরছিলেন। হটাৎ খবর আসে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক সড়কের রাজাপুর উপজেলার গালুয়া নামক স্থানে আমার ভাই রক্তাক্ত হয়ে পড়ে আছে। 

দুপুর সাড়ে ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় শাহআলমকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু  ঘোষনা করেন।

চিকিৎসক শাহলআমকে মৃত্যু ঘোষনা করার পর রাজাপুর থানা পুলিশ মরদেহটি তাদের হেফাজতে নিয়ে নিয়ে যায়। তবে কিভাবে দুর্ঘটনার ঘটেছে তা কেহ বলতে পারছেনা। ধারনা করা হচ্ছে দ্রুতগামী কোন গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় অনেকেই বলছে এটা রহস্যজনক ঘটনা।

গালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ বলেন, গাড়িতে চাপাদিয়ে চলে গেছে, কেউ তা দেখেনি। তবে তার কোনো শত্রু নেই। এটা দুর্ঘটনা।

রাজপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, শাহ আলমকে গাড়িতে চাপা দিয়ে ফেলে রেখে চলে যায় বলে সুরতহালে ধারনা করা হচ্ছে। নিহতের শরীরে গাড়িতে ধাক্কা দেয়ার মতো আঘাতের চিহ্ন রয়েছে। ওসি আরো বলেন, নিহতের ময়নাতদন্ত করার জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো  হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।