ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ |

EN

বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২, ২০২১

বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরও অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। 

বোলারদের দূরন্ত বোলিংয়ের পর দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেয়া ৬১ রানের  লক্ষ্য ১৫ ওভারে ৭ উইকেট হাতে থাকতেই টপকে যায় টাইগাররা। 

সিরিজের প্রথম ম্যাচে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত  থাকা সাকিব ম্যাচ সেরার পুরস্কারও লাভ করেন। বুধবার (১ সেপ্টেম্বর) সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ২.৫০ ইকোনমিতে ১০ রানে দুই উইকেট শিকার করেন তিনি।  অন্যদিকে, ব্যাট হাতে ৩৩ বলে ২৫ রান করে দায়িত্বশীলতার পরিচয় দেন তিনি।