আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে তাপমাত্রা বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৯ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য বাড়বে।
এ ছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও বয়ে যেতে পারে মৃদু তাপ প্রবাহ।
আবহাওয়াবিদ কে এইচ হাফিজুর রহমান জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয় খেপুপাড়ায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর সবচেয়ে কম তাপমাত্রা তেঁতুলিয়ায় ২২ ডিগ্রি সেলসিয়াস।