ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, আগস্ট ২৫, ২০২৪ |

EN

১ সপ্তাহে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম

অর্থ ও বানিজ্য ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২

১ সপ্তাহে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম

ফাইল ছবি

ইরাকের বসরা টার্মিনালে তেল ছড়িয়ে পড়েছে। এতে বিশ্ববাজারে সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির দাম সামান্য বেড়েছে। তবে এখনও তা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে পারে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়বে। ফলে তেলের চাহিদা কমবে। তাই জ্বালানি পণ্যটির মূল্য হ্রাস পেয়েছে। 

এদিন ফিউচার মার্কেটে আন্তর্জাতিক বাজার আদর্শ অপরিশোধিত ব্রেন্ট প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৯১ ডলার ৩৫ সেন্টে। সেই হিসাবে দর বৃদ্ধি পেয়েছে ৫১ সেন্ট। আর ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি বিকিয়েছে ৮৫ ডলার ১১ সেন্টে। সেই হিসাবে দাম বেড়েছে ১ শতাংশ।  

তবে চলতি সপ্তাহে উভয় বেঞ্চমার্কের মূল্য ২ শতাংশ কমেছে। কারণ, এসময়ে মার্কিন মুদ্রা ডলারের দাম বেড়েছে। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে তেল কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

তবে তৃতীয় প্রান্তিকে জ্বালানি পণ্যটির দর ২০ শতাংশ হ্রাস পেয়েছে। ত্রৈমাসিক ভিত্তিতে ২০২০ সালে কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর যা সর্বোচ্চ দরপতন।