ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, আগস্ট ২৫, ২০২৪ |

EN

তেলের দাম ৫ টাকা না কমিয়ে বাড়ানোই ঠিক ছিল: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, আগস্ট ৩১, ২০২২

তেলের দাম ৫ টাকা না কমিয়ে বাড়ানোই ঠিক ছিল: জ্বালানি উপদেষ্টা
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, সম্প্রতি দেশে সবধরনের তেলের দাম ৫ টাকা কমানো হয়েছে। এর ইতিবাচক কোনো প্রভাব নেই। বরং বাড়িয়ে যেটা হয়েছিল, সেটাই রাখা ঠিক ছিল। কারণ, সামনের পরিস্থিতি আমরা কেউ জানি না।

বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জোস ডব্লিউ ফার্নাদেজের সঙ্গে দেশটিতে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে জানাতে এ সম্মেলন আয়োজন করা হয়।

এসময় জ্বালানি তেলের দাম বাড়বে না কমবে? এমন প্রশ্নের জবাবে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনবিআর পুরো কর কমালে জ্বালানি তেলের দাম বাড়ানোর দরকার নেই। তবে ট্যাক্স না দিলে বাজেটের অর্থের সংস্থান কোথা থেকে হবে, সেটা ভাবতে হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, খাদ্য, সার ও জ্বালানি আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা নেই। রাশিয়া ও অন্যান্য দেশ থেকে সেসব পণ্য আনা যাবে।