ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ |

EN

বাংলা‌দেশ শ্রীলঙ্কার মতো হ‌বে না: দিপংকর তালুকদার

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

বাংলা‌দেশ শ্রীলঙ্কার মতো হ‌বে না: দিপংকর তালুকদার
জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি সাংসদ দীপংকর তালুকদার ব‌লে‌ছেন, ‘বাংলা‌দেশ শ্রীলংকার মতো হ‌বে না। শ্রীলংকার মেগা প্রজেক্টগু‌লোর মতো বাংলা‌দেশের মেগা প্রজেক্ট মুখ থুব‌ড়ে পড়‌বে না। পদ্মা সেতু চালু হওয়ায় সারা দে‌শের যোগা‌যোগ ব‌্যবস্থার ব‌্যাপক উন্ন‌তি হ‌য়ে‌ছে। কর্ণফু‌লি ট্যানেলও বাংলা‌দে‌শের অর্থনী‌তিতে ভূ‌মিকা রাখ‌বে’।

আজ মঙ্গলবার দুপু‌রে টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধি‌তে দলীয় নেতা-কর্মী‌দের স‌ঙ্গে নি‌য়ে শ্রদ্ধা জানা‌নো শে‌ষে  সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন।

এর আ‌গে দুপু‌রে তি‌নি জা‌তির পিতার সমা‌ধি‌তে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন। শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের সদস্যদের আত্মার মাগ‌ফেরাত কামনা ক‌রে নিজ নিজ ধর্ম অনুসারে বি‌শেষ প্রার্থনা ক‌রেন।

এসময় রাঙ্গামা‌টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর, জেলা প‌রিষদ চেয়ারম‌্যান অংসুইপ্রু চৌধুরীসহ প্রায় ৭ শতা‌ধিক নেতা-কর্মী উপ‌স্থিত ছি‌লেন।