ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ |

EN

ধনবাড়ীতে ব্রি-৮৯ ধানের শস্য কর্তন অনুষ্ঠিত।

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: রবিবার, মে ১৫, ২০২২

ধনবাড়ীতে ব্রি-৮৯ ধানের শস্য কর্তন অনুষ্ঠিত।
টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারায় ব্রি-৮৯ ধানের শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ মে ২২)ইং দুপুরে বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে এ শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বীরতারা ইউপি চেয়ারম্যান আহমাদ আল ফরিদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ।

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল করিম, সাংবাদিক হাফিজুর রহমান, শিক্ষক হারুন অর রশিদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেণ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান,এবছর ধনবাড়ী উপজেলায় ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। বৃষ্টিতে যাতে পাঁকা ধানের ক্ষতি না হয়, খুব কম সময়ে কৃষক ধান ও খড় ঘরে তুলতে পারে এজন্য ধনবাড়ী কৃষি বিভাগের সহয়তায় হারবেষ্টার মেশিনের মাধ্যমে স্বল্প খরচে কৃষকের ধান কাটা,মাড়াই ও ঝাড়াই সহ বস্তাবন্ধি করে দেওয়া হচ্ছে।