ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, জুন ২, ২০২৪ |

EN

ন্যয্য মূল্যের ৬ টন চাল জলে

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: রবিবার, মার্চ ২৭, ২০২২

ন্যয্য মূল্যের ৬ টন চাল জলে
ন্যয্য মূল্যের ৬ টন চালসহ ট্রাক উল্টে খালে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এসময় ওই ট্রাকের চালক আহত হয়। রোববার (২৭মার্চ) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে।

জানাযায়, চলতি মাসে‘র সরকারি বরাদ্দের ন্যয্য মূল্যের চাল আমুয়া খাদ্য গুদাম থেকে পাটিখালঘাটা ইউনিয়নের কামাল জোমাদ্দারের ডিলার পয়েন্টে নেওয়ার পথে এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন স্কুলের সামনে‘র সড়কে থেকে ইউটান নিতে গেলে সড়ক ভেঙে ট্রাকটি পাশের একটি খালে পরে যায়। এসময় ওই ট্রাকে থাকা সরকারি বরাদ্দের ন্যয্য মূল্যের ৬ টন চাল পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।

এবিষয় ইউপি চেয়ারম্যান বাবু শিশির দাস বলেন, আমুয়া খাদ্য গুদাম থেকে ট্রাকে করে ন্যয্যমূল্যের চাল নিয়ে ডিলার পয়েন্টে নেওয়ার পথে আসার পথে ট্রাকটি খালে পরে যায়।