ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

টাঙ্গাইলে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন ধনবাড়ী’র ওসি চাঁন মিয়া

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২

টাঙ্গাইলে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন ধনবাড়ী’র ওসি চাঁন মিয়া
টাঙ্গাইল জেলার মধ্যে আইন শৃংখলার উন্নতি করায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন ধনবাড়ী থানা’র অফিসার ইনচার্জ(ওসি) মো: চাঁন মিয়া। 

ছোট ছোট অপরাধ নিষ্পত্তি, নারী শিশু নির্যাতন, মাদক ব্যবসা চুরি ডাকাতি, কিশোর যুবকদের অপরাধমূলক সাড়শি অভিযান পরিচালনা করে ধনবাড়ী থানা এলাকায় আইন শৃংখলার উন্নতি করেছেন তিনি। এর ধারাবাহিকতায় জেলার ধনবাড়ী থানা’র অফিসার ইনচার্জ(ওসি) মো: চাঁন মিয়া জেলায় প্রথম স্থান অর্জন করেন। এতে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি।

জেলায় প্রথম স্থান অর্জন করায় গতকাল সোমবার জেলার মাসিক মিটিংয়ে ওসি মো: চাঁন মিয়া’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

ধনবাড়ী থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: চাঁন মিয়া বলেন, আমি গত ২০১৯ সালের নভেম্বর মাসের ২৯ তারিখে ধনবাড়ী থানায় যোগদান করি। যোগদানের পর থেকে ধনবাড়ী থানা এলাকায় ছোট ছোট অপরাধ নিষ্পত্তি, নারী শিশু নির্যাতন, মাদক ব্যবসা চুরি ডাকাতি, কিশোর যুবকদের অপরাধমূলক সাড়শি অভিযান পরিচালা করি। এত করে ধনবাড়ী থানা এলাকায় আইন শৃংখলার উন্নতি হয়। এরই ধারাবাহিকতায় আমাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট পাই। এই অর্জন ধরে রাখতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি। আমাদের পুলিশের আইন শৃংখলা’র উন্নতি করতে  জনগনের আইনি সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। জনগনরে পাশে রয়েছে পুলিশ সব সময় জনগনের পাশে থাকবে।