ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুন ২৬, ২০২৪ |

EN

সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণের সুযোগ

বিশেষ প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, জুন ১৪, ২০২২

সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণের সুযোগ

ছবি: সংগৃহীত

সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে মহিলা বিষয়ক অধিদফতর। এ প্রশিক্ষণে শুধুমাত্র নারীরাই অংশগ্রহণ করতে পারবেন।

প্রশিক্ষণের বিবরণ

ক. সার্টিফিকেট ইন বিউটিফিকেশন
আবাসন: আবাসিক
আসন সংখ্যা: ২৫
মেয়াদকাল: ৩ মাস
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি বা সমমান পাস।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ৩ জুলই, ২০২২ সকাল ১০টা

খ. হাউজকিপিং অ্যান্ড কেয়ার গিভিং
আবাসন: আবাসিক
আসন সংখ্যা: ২৫
মেয়াদকাল: ৩ মাস
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি বা সমমান পাস।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ৩ জুলই, ২০২২ সকাল ১০টা

গ. ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং
আবাসন: আবাসিক (আসন সংখ্যা: ২৫)
আবাসন: অনাবাসিক (আসন সংখ্যা: ২৫)
মেয়াদকাল: ৩ মাস
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি বা সমমান পাস।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ৩ জুলই, ২০২২ সকাল ১০টা

ঘ. কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
আবাসন: অনাবাসিক
আসন সংখ্যা: ৫০
মেয়াদকাল: ৩ মাস
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি বা সমমান পাস।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২৬ জুন, ২০২২ সকাল ১০টা

বয়সসীমা: প্রার্থীর বয়স ১৬-৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের অন্যান্য নিয়মসহ বিস্তারিত দেখুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে।


সূত্র: দৈনিক যুগান্তর, ১৪ জুন ২০২২