ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

স্টেশন থেকে ১০ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২

স্টেশন থেকে ১০ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে একটি ব্যাগ থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া-লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফরমে মসজিদের পাশে একটি ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়৷ 

রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড় টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ব্যাগ উদ্ধার করা হয়৷ এ সময় ব্যাগটি তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা৷ 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, কষ্টি পাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা৷ মূর্তি উদ্ধারের পর থানায় জব্দ করে রাখা হয়েছে। তবে মূর্তির কোন মালিককে পাওয়া যায়নি।